প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ২:২৭ পি.এম
গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ-মহিলা) মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
বন্দর প্রতিনিধি: ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ হল রুমে বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ-মহিলা) ১০ দিন ব্যাপী (২য় ধাপে) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন'র সভাপতিত্বে ও বন্দর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান (সোহাগ'র) পিএএমএস সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন বিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ আনসার ও ভিডিপি সার্কেল এডজুটেন্ট মো. মিজানুর রহমান চৌধুরী। এতে বন্দর উপজেলা বিভিন্ন গ্রাম থেকে ২৬ জন পুরুষ ২৯ জন মহিলা অংশগ্রহন করে প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে সবাইকে সার্টিফিকেট ও সম্মানী ভাতা প্রদান করা হয়।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা