প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৫৩ এ.এম
রাজারহাটে যুবলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে যুবলীগ নেতা মো. আমিনুল ইসলাম আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আমিনুল ইসলাম আমিন (৪২) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুৎ নাখেন্দা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা