তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ৩১শে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হোক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিল্পীগোষ্ঠী সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী। মানব মুগ্ধকর অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও।