প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১২:৫৬ পি.এম
ফুলপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস
তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ "নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই স্লোগানকে সামনে রেখে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি সহ ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, দুস্থ অসহায় রোগীদের মাঝে কম্বল, হুইলচেয়ার ও গ্রাহকদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। প্রথমেই উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে কম্বল ও হুইলচেয়ার বিতরণ করে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবির, কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময় অতিথিরা বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। দেশের দারিদ্র্য, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীত নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সঙ্গে বাস্তবায়ন করছে। এছাড়াও হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাসহ প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসাসেবা ও সহায়তা পাচ্ছে। বক্তব্যে আরো বলেন, এবারের প্রতিবাদ্যটি চমৎকার "নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" তবে আমি মনে করি যার পাশে কেউ আছে তার পাশেও সমাজসেবা আছে। এছাড়াও সমাজসেবাকে কেউ ব্যবসা বা পুঁজি হিসাবে গ্রহণ করা যাবে না। সমাজসেবাটা হচ্ছে মানুষের নিবেদিত প্রাণ। আলোচনা শেষে ২ জন গ্রাহকের মাঝে সমাজসেবা অধিদপ্তরের আওতায় দিন ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে ।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা