তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরিপুরে ২ জানুয়ারি বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে যানজট নিরসন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধ সহ বাজারে অবৈধভাবে পার্কিং এর দায়ে ৬ টি মামলায় নগদ অর্থদণ্ড প্রধান করা হয়েছে। জানা যায়, উপজেলার গৌরিপুর বাজার এবং কলতাপাড়া মোড়ে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে এবং গৌরিপুর বাজারে অবৈধভাবে পার্কিং এর দায়ে ৬ টি মামলায় মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। এ সময় সাথে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।