মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট: লালমনিরহাট-মোগলহাট সড়কের দুরাকুটি এলাকায় রত্নাই নদীর ওপর সেতু নির্মাণের কাজ স্থবির হয়ে পড়েছে, এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। প্রকল্পের চুক্তিতে ৭ নভেম্বরের চলতি বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র ২০ শতাংশ। সেতুটি নির্মাণের কাজ বন্ধ রাখাহয় মূলত সেতুর সংযোগ সড়কের জন্য অমীমাংসিত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে, যা একটি বর্ধিত সময়ের জন্য নির্মাণ বন্ধ করে দিয়েছে। ফলে পূর্নরায়, বাসিন্দারা বিদ্যমান, ক্ষয়প্রাপ্ত সেতুটি ব্যবহার করতে বাধ্য হয়, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে থাকে প্রতিনিয়ত । পুরানো কাঠামো হালকা যানবাহনের মধ্যে সীমাবদ্ধ ওই সেতুটি , ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। স্থানীয় লোক রাশেদুল ইসলাম বলেন, এটি কেবল পরিবহন খরচই বাড়ায় না বরং এই অঞ্চলে পণ্যের চলাচলকেও জটিল করে তোলে। সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) জানিয়েছে যে ৪৭ মিটার দৈর্ঘ্য এবং ১০.৩ মিটার প্রস্থের সেতুটি ৯ কোটি টাকা ব্যয়ে ডিজাইন করা হয়েছে। নির্মাণ সংস্থা মাইনুদ্দিন বংশীর নেতৃত্বে এই প্রকল্পটি ২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল। তবে, জমি অধিগ্রহণের জটিলতার কারণে অগ্রগতি থমকে গেছে। লালমনিরহাটে আর এইচ ডি-এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে এবং জমির মালিকদের পেমেন্ট করা হবে শীঘ্রই। আমরা আশা করি আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে প্রকল্পটি শেষ করতে পারবো। শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।