আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে নিউজ করার প্রতিবাদে রাজাপুর থানার সামনে ৬ জানুয়ারী-২০২৫ ইং তারিখ রোজ সোমবার বিকালে এক প্রতিবাদ সভা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সভা অনুষ্ঠানে আব্দুল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ তালুকদার আবুল কালাম আজাদ , এ্যাডঃ নূর হোসেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন নেতা আমিনুল ইসলাম, ছাত্রদল আহবায়ক সাখাওয়াত হোসেন ও যুব মহিলা দল নেত্রী নাসিমা। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত সতের বছরের ফ্যসিষ্ট হাসিনা ৫ তারিখ পালালেও তাদের কিছু দোষোররা অনেক স্থানে ঘাপটি মেরে আছে এখনো। তারা বর্তমানে বিএনপির জনপ্রিয়তা দেখে ঈর্শানিত হয়ে বিভিন্ন মাধ্যমে বিএনপির নামে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে ইমেজ নষ্ট কারবার চেষ্টা করছে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করতে হবে। প্রতিবাদ সভা শেষে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঘাড়ী বাজারে এসে শেষ করেন।