পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-শতাধিক ছাত্র ও নাগরিকদের সমন্বয়ে চট্টগ্রামর পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি পটিয়া উপজেলার 'পরিচিতি সভা'। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও বৈষম্যবিরোধী নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আদনান আলমদারের সঞ্চালনায় উক্ত সভায় জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান আলী, কেন্দ্রীয় কমিটির সংগঠক সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম মহানগরের সংগঠকগণ, যথাক্রমে মোহাম্মদ সাইদুর রহমান, রোকনুদ্দিন মুহাম্মদ ফরহাদ, সরোয়ার কামাল, রুহুল আমিন ও মুনতাসির মাহমুদ উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন ইফফাত ফাইরুজ ইফা, গোলাম মাওলা মাশরাফ, রিদওয়ান সিদ্দিকী, কাশেম আল নাহিয়ান, সাইফুল ইসলাম প্রমুখ। তাছাড়া, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান আলী বলেন, "ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"কেন্দ্রীয় কমিটির সদস্য সাগুফতা বুশরা মিশমা বলেন, জাতীয় নাগরিক কমিটি বিগত জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্যে কাজ করছে। আমরা বিশ্বাস করি, শুধুমাত্র নৈতিকতা, সুশাসন, এবং জনগণের জন্য সেবামূলক নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সভাটি জাতীয় নাগরিক কমিটির চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এটি স্থানীয় ছাত্র ও নাগরিকদের মধ্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সহায়ক হয়েছে।