প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১০:৫০ এ.এম
আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেফতার-৩
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মন্দি ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের মিয়াজদ্দীর ছেলে জুয়েল (৫১) তাকে পাঁচরুখি এলাকার একটি লুটপাটের ঘটনায় অপর দুই আসামি পাপ্পু এবং সুমনকে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, রোববার তাদেরকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা