মোঃ হারুন অর রশিদ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের দড়ি চরিয়াকোনা নদীর পাড় হইতে মাদক ব্যবসায়ীসহ ৭জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কটিয়াদী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শিহাব ২৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার কটিয়াদী পৌরসভা মহল্লার দড়ি চড়িয়াকোনা নদীর পাড় নিজ বাড়ি হইতে গাজা ব্যবসায়ী মোঃ সৈয়দুল হক পিন্টু (৬৪),মোঃ মঞ্জিল(৩৮),মোঃ সুমন মিয়া (৪৩),সেলিম(৫৪),মোঃ মনজু (৪৩),মোঃ ইউসুফ (৩২) ও পার্শবর্তী মনোহরদী উপজেলার মোঃ সুরুজ মিয়াকে (৫৫) মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। এসময় গাঁজা ২০০ গ্রাম,তামাক পাতা ৯১ গ্রাম,খাবার সোডা ৬৩ গ্রাম, গাজা কল্কি ২টি,২টি দা,১টি হ্যামার, চাকু ১টি,১টি পাচন,১টি কাঁচি,৫টি পিতলের আংটি,১টি স্টিলের টিফিন বক্স,১টি সুরমাদানী,২টি অ্যান্ড্রয়েড মোবাইল,৫টি বাটন মোবাইল ও ১টি শাবল ছাড়াও গাঁজা বিক্রির নগদ ৮হাজার টাকা ও পাকিস্তানি রুপি ১৪০রুপি উদ্ধার করেছে সেনাবাহিনী। কটিয়াদী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়,আটককৃতদের রাত ৮টার দিকে ক্যাম্পে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে রাতের কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।