মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার মহেশখালী: ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের আহব্বায়ক সালাহ উদ্দিন, ও সদস্য সচিব তালিমুল ইসলামের নেতৃত্বে ১৭ জানুয়ারি রোজ শুক্রবার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড়ে ৫১ সদস্য বিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সম্পন্ন হয়। উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে মোহাম্মদ আজিজুল হক সভাপতি, মোহাম্মদ শফিউল আলম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দু রহিম সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ হারুনর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সম্পন্ন হয়। উক্ত ৬ নাম্বার ওয়ার্ড় যুবদলের কমিটি ঘোষণা কালে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালা উদ্দিন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে কাজ করে বিএনপিকে আবারো পুনরায় ক্ষমতায় আনতে হবে। তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মাঠে কাজ করে যাওয়ার নির্দেশ দেন এবং কমিটিতে স্থান পাওয়া সভাপতি , সাধারন সম্পাদক ও সকল সদস্যদের উদ্যেশ্যে কড়া নির্দেশ দেন কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদেরকে অবশ্যই দলীয় সকল সিদ্ধান্ত মেনে দলের শৃঙ্খলা রক্ষা করা সহ জাতীয়তাবাদী যুব দলের দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মান রেখে হাতে হাত রেখে আগামীতে সকল ধরনের দলীয় নির্দেশনা বাস্তবায়নে মুখ্য ভুমিকা পালন করতে হবে। তাছাড়াও কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি পদের ক্ষমতা দেখিয়ে দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে এবং সাধারন গণ-মানুষের ক্ষতি হয় এমন কার্যক্রমে জড়িতের প্রমান মিলে তবে সেক্ষেত্রে কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা এবং দ্রুত সময়ের মধ্যেই জড়িত ব্যাক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হইবে।