ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ-- আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ খালিশপুর থানা পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিপুর কবরখানা রোড তিন রাস্তার মোড় থেকে ১) মোহাম্মদ ইমন (২২), পিতা-মোঃ ইয়ছিন, সাং-কবরখান রোড, কাশিপুর, থানা-খালিশপুর, ২) মোঃ জেলাল হোসেন (২৩), পিতা-মোহাম্মদ আনোয়ার শেখ, সাং-তেতুল তোলা মোড়, থানা-খালিশপুর এবং ৩) মোঃ সাকিব (২০), পিতা-শাজাহান খোকন, সাং-বঙ্গবাসী, থানা-খালিশপুর, জেলা-খুলনাদের’কে গ্রেফতার করেছে। তাদের হেফাজত হতে চোরাই মালামাল বৈদ্যুতিক সংযোগ লাইনের তামার তার, টেলিফোন লাইনের ক্যাবল এবং চুরির কাজে ব্যবহৃত স্ক্র ডাইভার, সেলাই রেঞ্জ, স্টিলের ছুরি, গ্রিল/ক্যাবল কাঁটার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-১৯, তারিখ ২০/০১/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।