মোঃ রাজু মিয়া সোহাগ নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, জলঢাকা ট্রাফিকমোড় শহীদ আবু সাঈদ চত্ত্বরে ১৯ জানুয়ারী ২০২৫ ইং, রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী দিলদার রহমান (ভারপ্রাপ্ত সভাপতি জলঢাকা উপজেলা বিএনপি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মইনুল ইসলাম (সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি)।আরো উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার ভুট্টু সাধারণ সম্পাদক জলঢাকা পৌর বিএনপি, ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী সাংগঠনিক সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি,এটিএম আউয়াল বিএসসি সাংগঠনিক সম্পাদক জলঢাকা পৌর বিএনপি,আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন, রশিদুল ইসলাম বাঙালি সভাপতি জলঢাকা পৌর বিএনপি।তিনি বলেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকল্প নেই। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।স্বাধীন বাংলাদেশের স্থপতি বীর উত্তম উপাধি লাভ করেন তিনি। বাংলাদেশ যতবার সরযন্ত্রের শিকার হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততোবার হাল ধরেন। সারাদেশে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীন সার্বভৌম রক্ষায় নিরলসভাবে জলঢাকায় কাজ করে যাচ্ছেন জলঢাকা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।এবং উপজেলা বিএনপির সেক্রেটারি মইনুল ইসলাম বলেন, কোন ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। এবং উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন অংশ গ্রহনে নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সরকারি উন্নয়নে অংশীদার হয়ে কাজ করবে।