পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) পটিয়া পৌরসদরের স্থানীয় একটি রেস্তোরায় সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে জয়দেব বড়–য়াকে সভাপতি ও দিদারুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া শেখ আহমদকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। অন্যদিকে আনিস উদ্দীনকে আহবায়ক ও অলক চক্রবর্তীকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এমআরপি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এর আগে আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও জয়দেব বড়–য়ার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অলক দাশ, মোজাফফর আহমদ মিন্টু, আনিস উদ্দীন, খোরশেদ আলম, দিদারুল আলম, মো. ফোরকান, মো. আমিন, সাবের হোসেন প্রমুখ।