ব্যুরো চীফ, খুলনা “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা ঝিনাইদহ জেলা তথ্য অফিস কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ঝিনাইদহে আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা প্রশাসক, ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনজুর মোরশেদ, (বিপিএম), পুলিশ সুপার, ঝিনাইদহ , প্রফেসর অনুতোষ কুমার, অধ্যক্ষ, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ, ঝিনাইদহ, প্রফেসর ড. মো: আবু বক্কর সিদ্দিকী, অধ্যক্ষ, সরকারি কেশব চন্দ্র্র কলেজ, ঝিনাইদহ, ডা. মো: মোস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ এবং শাহমুন হাসান রাসিব, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি, ঝিনাইদহ এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝিনাইদহ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা প্রশাসক, ঝিনাইদহ বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিতসহ দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা দীর্ঘ সময় চলতে থাকে। এ আলোচনা সভায়, সরকারি বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তা, ছাত্র নেতৃত্ববৃন্দ , সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ শতাধিক ব্যক্তি আলোচনা সভায় অংশ নেন।