মোঃ হারুন অর রশিদ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাজিতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সরারচরে উপজেলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১৪ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়। উপস্থিতি সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমানকে সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সাব্বির আহম্মেদ মানিককে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. আল আমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।এছাড়া সিনিয়র সহ-সভাপতি হোসেন মাহবুব কামাল (দৈনিক মানব জমিন), সহ- সভাপতি- আবুল হোসেন (নিউজ ২১ আইপি টিভি), সহ- সভাপতি- মোঃ ফারুক (দৈনিক আমার কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক- নুরুজ্জামান আশরাফ (দৈনিক আস্থা), সহ সাধারণ সম্পাদক- মোঃ খসরু মিয়া (দৈনিক আমার সংবাদ ও বাংলা টিভি), কোষাধ্যক্ষ- মোহাম্মদ আব্দুস ছলিম ( দৈনিক আজকের প্রভাত), দপ্তর সম্পাদক- রাজ্জাকুন্নাহার সুমি (দৈনিক অর্থদৃষ্টি), প্রচার সম্পাদক- ইফরানুল হক সেতু (বাংলাদেশ সময়), সম্মানিত সদস্য- শেখ মোঃ জসিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ), সম্মানিত সদস্য- মুহাম্মদ বদরুল আলম (বাজিতপুর সমাচার) ও সম্মানিত সদস্য- আব্দুর রহমান ভূঁইয়া ( একুশে টিভি)কে নির্বাচিত করা হয়।