পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ স্কাউটস, পটিয়া উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে নির্বাচিতরা হলেন, সভাপতি ফারহানুর রহমান ( উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া, সি:সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন ( প্রধান শিক্ষক চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়) মোহাম্মদ বদিউল আলম (প্রধান শিক্ষক,চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়) হাফেজ আহমদ আল কাদেরী (সুপার,মেহের আটি হযরত নুরুউদ্দীন শাহ দাখিল মাদ্রাসা) মোছাম্মদ নাছিমুন আরা বেগম ( প্রধান শিক্ষক,মুকুননাইট হাজী আনছুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ) জাকির হোসেন ( প্রধান শিক্ষক, দক্ষিণ খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ( ইউনিট লিডার,এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়)। যুগ্ম-সম্পাদক সিমকি রক্ষিত ( ইউনিট লিডার,কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়)কমিশনার সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,এ এলটি (প্রধান শিক্ষক,বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়)কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন (ইউনিট লিডার, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়)।