মাটি মামুন রংপুর : এ ঘটনায় এক লক্ষ টাকায় সমঝোতা করেন নিহতের স্বামী পায়েল প্রধান। স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায় মিঠাপুকুর উপজেলার মুসাপুর নামক গ্রামের হাকিম প্রধান এর পুত্র বঁধু সেলিনা প্রধান(২০) প্রথম সন্তানের সিজারের জন্য রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত রোজ হাসপাতালে ভর্তি হন ২৭ শে জানুয়ারি ২০২৫ তারিখে। সেখানে তার সিজারের পর পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। গত ১ ফেব্রুয়ারি তার শরীরে ভুল গ্রুপ রক্তপুশ করলে ঐ দিন বিকাল সাড়ে তিনটার সময় অত্র হাসপাতালে মারা যান সেলিনা প্রধান। এ ঘটনায় সংবাদ কর্মীরা অত্র হাসপাতালে আসলে তোরি ঘড়ি করে অ্যাম্বুলেন্স যোগে নিহতের মরদেহ নিয়ে যান মিঠাপুকুরে নিহতের স্বামী পায়েল প্রধান এর বাড়িতে।