স্টাফ রিপোর্টার,ঈদগাঁও: পর্যটন শহর কক্সবাজারে আমীরে জামায়াত ও জনন্দিত জননেতা ডাঃ শফিকুর রহমান ৮ফেব্রুয়ারী কক্সবাজার সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁরই আগমন উপলক্ষে ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যােগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ই ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশের দারুল ফাতাহ একাডেমী প্রাঙ্গণ থেকে এ স্বাগত মিছিলটি শুরু হয়। এটি বাজার হয়ে বাঁশঘাটা,খোদাইবাড়ী,স্টেশন প্রদক্ষিণ শেষ শাপলা চত্তর পয়েন্ট এসে সমাপ্ত করে এক পথসভায় মিলিত হয়। উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরি সরে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী শিক্ষক নুরুল আজিম। এতে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ছৈয়দনূর হেলালী,ডা: আমীর সুলতান,মাষ্টার সৈয়দুল আলম হেলালী, মমতাজ উদ্দিন মুহসিন ও মনজুর আলম মেম্বারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা। উল্লেখ্য যে, কক্সবাজারের বিশাল কর্মী সভা সফল করতে ইতিমধ্যে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকা, ইউনিয়ন, ওয়ার্ডসমূহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াত ইসলামী, ঈদগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দরা।