তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে হ্যান্ড ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সুলতান মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুলতান মিয়া(৫৫) উপজেলার রুপসী ইউনিয়নের পাগলা গ্রামের আবু তালেবের সন্তান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের বড় ভাই। সে আমুয়াকান্দা বাজারের ব্যবসায়িক। জানা যায়, নিহত সুলতান মিয়া মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ফুলপুর আসার পথে ফুলপুর-বালিয়া আঞ্চলিক সড়কের দিউ সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীতগামী একটি হ্যান্ড ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতানকে মৃত বলে ঘোষণা করেন। স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেন। পরে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, হ্যান্ড ট্রলি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।