তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ৫ই ফেব্রুয়ারি বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ২টি পৃথক পৃথক নানান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান ২টি উপজেলা পরিষদ হলরুমে পৃথক পৃথক সময়ে অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বিকালে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও সাইবার অপরাধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এসময় নানান বিষয়ক আলোচনায় মানবদেহ ও প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পণ্য ব্যবহার বর্জন এবং পরিবেশসম্মত পাটপণ্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এর আগে, দুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফ্রন্টিয়ার টেকনোলজি/সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুটি কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও অফিসার আশীষ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমান হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বৈষময় বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ সমাজের প্রতিনিধিরা।