তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলের সামনে যাত্রীবাহী বাসের ভিতর থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়েছে। জানা গেছে, ৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা অনুঃ ৭ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালীন শেরপুর হইতে আগত যাত্রীবাহী বাস রিফাত ক্লাসিক শেরপুর পিকনিক স্পট হইতে ছেড়ে আসা বাসটি টাঙ্গাইল ঘাটাইল উপজেলার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তারাকান্দা বাসস্ট্যান্ডে বিএনপি'র মিছিলের সামনে এসে বাসের ভিতর থাকা যাত্রীরা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দেয়। ওই সময় কর্মসূচিতে অংশগ্রহণ করা সকল নেতাকর্মী মিলে রিফাত ক্লাসিক যাত্রীবাহী বাসটি সামনে আটকে বাসের সামনের গ্লাস এবং ডান/বাম পাশের কয়েকটি জানালা ভেঙে ফেলে। পরবর্তীতে যাত্রীবাহী রিফাত ক্লাসিক বাসটি যাত্রীসহ তারাকান্দা থানার ভিতরে নিয়ে আসে। উক্ত বাসের ভিতরে শিক্ষক ও ছাত্রসহ মোট ৫০ জন যাত্রী ছিল। রিপোর্ট লেখা পর্যন্ত পিকনিকের ছাত্ররা বাসের মধ্যে অবস্থান করছিল এবং শিক্ষকরা তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতানের সাথে উক্ত ঘটনার বিষয়ে কথা বলছিলেন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।