মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী: পটুয়াখালী গলাচিপার গোলখালী ইউনিয়নে মুহাম্মদ ইউসুফ মিয়া -জাহনারা স্মৃতি কমপ্লেক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।০৭ফেব্রুয়ারী২০২৫ইং রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে অত্র কমপ্লেক্সে র যাত্রা শুরু করেন। মুর্তজা সাইফুল ইসলাম জাকির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মহাম্মাদ আইয়ুব মিয়া। সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর যাকাত মেনেজয়েন্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.আবদুল লতিফ মাসুম। সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মুর্তজা সাইফুল ইসলাম জাকির প্রতিষ্ঠাতা, মুহাম্মদ ইউসুফ জাহানারা স্মৃতি কমপ্লেক্স ও ব্যবস্থাপনা পরিচালক, করবেন ইন্টারন্যাশনাল লিমিটেড। বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা আমির মোহাম্মদ জাকির হোসেন।২নংগোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন গলাচিপা উপজেলার বিএনপির স্থায়ী কমিটির আহবায়ক মু. মোস্তাফিজুর রহমান মঈন হাওলাদার।অত্র কমপ্লেক্সে নির্মাণাধীন ভবন মসজিদ আল ইউসুফ। আলভী ভবন, মুহাম্মদ ইউসুফ মিয়া -জাহনারা স্বাস্থ্য সেবা কেন্দ্র।সাইফ ভবন। মুহাম্মদ ইউসুফ মিয়া -জাহনারা গ্রানাডা একাডেমি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।