মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার মহেশখালী: ১০ ই ফেব্রুয়ারী রোজ সোমবার বাদে মাগরিব চট্টগ্রাম মহানগর ওলামা দলের সভাপতি হযরত মওলানা শহিদ উল্লাহ চিশতীর সভাপতিত্বে হমজারবাগ রেল লাইন সংলগ্ন পাঁচলাইশ চট্টগ্রামে ঐতিহাসিক শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা হিফয্যখানা ও এতিমখানা ফাউন্ডেশন সালনা জলসা ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) ৮তম দস্তারবন্দী মাহফিল সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ্ব আবু সুফিয়ান চট্টগ্রাম ৮ নির্বাচনী আসনে বিএনপি পরিবারের অভিভাবক ও সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ্ব শামসুল আলম বিশিষ্ট সমাজসেবক মোমেন বাগ আবাসিক এলাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ এসকান্দর মির্জা সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন রোবেল বিশিষ্ট সমাজসেবক ও দানবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মওলানা মোহাম্মদ হাফেজ হাবিব উল্লাহ মিছবাহ সভাপতি ৭ নাম্বার ওয়ার্ড ওলামা দল। উপস্থিত আছেন মেহমানে'আলা আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, সহকারী অধ্যাপক সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম। উক্ত ৮তম দস্তারবন্দী মাহফিলের পরিচালনা করেন হাফেজ মাওলানা আশেক উল্লাহ রজভী অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক ও সাধারণ সম্পাদক ৭ নাম্বার ওয়ার্ড ওলামা দল চট্টগ্রাম। শায়ের মুহাম্মদ শাহাদাত উল্লাহ রিয়াদ এর সঞ্চালনায় ও মোহাম্মদ আব্দুল হাই,মোহাম্মদ এনাম সওদাগর, ও মোহাম্মদ খায়ের সওদাগরের সহযোগিতায়। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হযরত মওলানা মুফতী মোহাম্মদ আব্দুল আজিজ রজভী,ইসলামি স্কলার লেখক ও গবেষক নুরুস সুন্না রজভীয়া ফাউন্ডেশন চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হযরত মওলানা আলহাজ্ব নুরুল আবছার আলকাদেরী,পেশ ইমাম হযরত গাউসুল আজম জামে মসজিদ হামজারবাগ মোমেন বাগ চট্টগ্রাম। উল্লেখ্য শহিদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাহি সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা'র বার্ষিক সালনা জলসা ঈদে মিলাদুন্নবী দস্তারবন্দী মাহফিলে ২ জন কোরআনের হাফেজ মোহাম্মদ আজমাইন এবং মোহাম্মদ মঈন উদ্দিনকে দস্তারবন্দী প্রদান করা হয়।