নিজস্ব প্রতিনিধিঃ ১১ ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ চাষাড়া জামতলা অবস্থিত মেলা ফুড ভিলেজ হলরুমে চার দিনব্যাপী সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা খোলা রয়েছে। মেলায় থাকছে হাতের তৈরি থ্রি পিস এবং বিভিন্ন ধরনের মেটালস্ এর গহনা ও আরো অনেক কিছু এবং হোমমেড খাবার সহ আরো অনেক কিছু। উক্ত মেলায় দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন একজন নারী উদ্যোক্তা ও সংগঠক মানবতার ফেরিওয়ালা BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী. রংপুর বুটিকস এর কর্ণধার ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক রোকসানা ডলি. নারী উদ্যোক্তা আঁখি বেগম. নারী উদ্যোক্তা ফেরদৌসী মোরশেদা. নারী উদ্যোক্তা শামীমা নাসরিন. নারী উদ্যোক্তা তানিয়া. নারী উদ্যোক্তা ফারজানা আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় মেলা ফুড ভিলেজে চার দিন ব্যাপী এই মেলা চলবে সবাইকে মেলায় এসে কেনাকাটা করার জন্য মেলার কতৃপক্ষ এবং নারী উদ্যোক্তারা অনুরোধসহ আমন্ত্রণ জানান