মোঃ সাকিব খান শ্রীপুর উপজেলা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসনের উদ্দ্যোগে মাগুরা শহরস্থ নোমানী ময়দানে তারুণ্যের উৎসব চারু কারুশিল্প বইমেলা ও পিঠা মেলা ২০২৫ – উদযাপন এই উৎসব কেবলমাত্র বিনোদন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার, নিজেদের সংস্কৃতি চর্চার এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের বিশ্বাস, এই ধরনের উদ্যোগ আগামী দিনে শিক্ষার্থীদের আরও উদ্দীপ্ত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটি উদ্ধোধন করেন জনাব মোঃ ফিরোজ সরকার,বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিনা মাহমুদা বিপিএম,পুলিশ সুপার মাগুরা। পরবর্তীতে মিলনায়তনে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা,যুব ঋণ ও মহিলাদের সেলাই মেশিন বিতরণ এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ ফিরোজ সরকার,বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিনা মাহমুদা বিপিএম,পুলিশ সুপার মাগুরা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক,মাগুরা।