মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় ছাত্রদল নেতা মিজানুর রহমান হত্যা মামলায় চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানকে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় তদন্ত কর্মকর্তা এসআই ৭দিনের রিমান্ড চাইলে তাদের উপস্থিতিতে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন, চকরিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী ও পেকুয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও পেকুয়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, গত ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকাল ৩ টার দিকে কেন্দ্রীয় বিএনপির ডাকা সারাদেশের কর্মসূচী পালন করার জন্য চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন মিছিল বের করে। মিছিলে ছাত্রদল কর্মী মিজানুর রহমানও ছিলেন। সে সময় আওয়ামীলীগের গুলিতে ছাত্রদল নেতা মিজানুর রহমান নিহত হন। এ ঘটনায় ছাত্রদল নেতা মিজানের পিতা শাহ আলম বাদী হয়ে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর জিআর ৪১৭, ১৮-১০-২৪ইং। এ মামলায় চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ১৪ নম্বর এজাহারনামীয় আসামী। এ দিকে গত বছরের ১৯ ডিসেম্বর ফেনী থেকে র্যাবের হাতে আটক হন ফজলুল করিম সাঈদী। অপরদিকে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সন্দেভাজন হিসেবে ওইমামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জাহাঙ্গীর আলমকে পেকুয়ার শিক্ষক মো. আরিফ হত্যা মামলায় আসামী হিসেবে গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রামের একটি বাসা থেকে র্যাব গ্রেফতার করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া বলেন,কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায় মিছিলে গুলি করে ছাত্রদল নেতা মিজানুর রহমানকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামী আওয়ামীলীগ নেতা ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও অপর আসামী পেকুয়া যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফজলুল করিম সাঈদীর আইনজীবি এ্যাডভোকেট ফয়জুল কবির বলেন,ছাত্রদল নেতা মিজান হত্যা মামলায় দুই উপজেলা চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। আমরা রিমান্ডের বিরোধিতা করি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।