ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ-- স্কাউট আত্মনির্ভরশীল , স্কাউট মানবিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকে । স্কাউটিং এর মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রতি ও সৌহার্দ্যের সৃষ্টি করে। আজকের স্কাউট আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী। স্কাউটিংএ সকলকে সম্পৃক্ত করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস।খুলনার দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১২ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী স্কাউট এর ডে ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ডে ক্যাম্পে বিভিন্ন স্টল এবং তাবু জলসায় স্কাউট দল বাল্যবিবাহ রোধে নাটিকা, যৌতুক বিরোধী নাটিকা , নৃত্য, পরিবেশন করেন। ডে ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। তাবু জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনার দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন বিশ্বাস , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুর রহমান ইউপি সদস্য নাজমুল হাওলাদার। উপস্থিত ছিলেন শিক্ষক বসন্ত মল্লিক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও প্রাক্তন স্কাউট রাতুল, মনিরুল ইসলাম, ফনু হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী , এলাকার সুধী জন উপস্থিত ছিলেন।