জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ পার্বত্য এলাকার স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান ত্রান ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৩ বিজিবি। রবিবার (১৬ ফেব্রুয়ারি) যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) জোনের উদ্যােগে জোনের আওতায় অসহায় পাহাড়ী বাঙালিদের মাঝে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আর্থিক সাহায্য/অনুদানমূলক কর্মকান্ড পরিচালনা করেন। জোনের আওতাধীন তাইন্দং মুসলিমপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ পুরাতন ঘরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে স্কুল ঘর মেরামতের সামগ্রী হিসেবে ঢেউটিন এবং শিক্ষা সহায়ক সামগ্রী অনুদান প্রদান করা হয়। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ মুসলিমপাড়া, পংপাড়া ও পোড়াবাড়ী এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) ও ঔষুধ প্রদান করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৬১০ জন (পাহাড়ি-২৫০ জন এবং বাঙালি-৩৬০ জন।