তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা ও তিয়রকান্দি গ্রামে অবস্থিত শাপলা ও স্বপ্না ব্রিকসকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না হুরায়রা। জানা যায়, তারাকান্দায় উপজেলায় লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর (সংশোধিত-২০১৯)এর ৫(২) ধারা লংঘন করায় ইটভাটা দুটিকে এই জরিমানা করা হয়। তারাকান্দায় ইটভাটা দুটিতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনার সময় ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।