শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার একমাত্র মহিলাদের উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজের ২৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন মহিলা কলেজের পরিচালনা পরিষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন কলেজের অধ্যাক্ষ শেখ খালিদ আহমেদ এ সময় সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দীকা মানি, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোক্তাদির হোসেন সহ শিক্ষকবৃন্দ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, লেখাপড়ার পাশা শরীর চর্চা জরুরী। ক্রীড়া সাংস্কৃতিক চর্চা শরীর ও মনকে সুস্থ্য রাখে। জুলাই বিপ্লবের পরে দেশ রাহুর দশা থেকে মুক্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী খুনি হাসিনা বিদায় হয়েছে। তার দোষররা এখনও ঘাপটি মেরে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে আর যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তিনি সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, রিলে রেস, তিন পায়ে দৌড়, ভাগ্য দৌড়, ধীরে সাইকেল চালনা, ভারসাম্যের দৌড়, যেমন খুশি তেমন সাজো, বালিশ বিতরণ, দড়ি টানা-টানি ইত্যাদি। উলেখ্য, আগামী ১৮ই ফেব্র“য়ারি মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।