এম আবু হেনা সাগর,ঈদগাঁও: ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এবার আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। কাল দিনব্যাপী লামার মিরিঞ্জা পার্ক, মানিকপুর-সুরাজপুরের নিভৃতে নিসর্গ পয়েন্টে ছাত্র ও ছাত্রীদের কলকাকলি মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ শিক্ষা সফর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতানের তত্ত্বাবধানে অপরাপর শিক্ষকগনের মাঝে উপস্থিত ছিলেন,গিয়াস উদ্দিন, বেবী আক্তার,নাজনীন আহমেদ দোলন,সিরাজুল মোরসেলিন রুপা,ইয়াসির সুলতান,উম্মে সালমা শিমু ও গিয়াস উদ্দিন কাদের (প্রিন্স হাবিব)। শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক জনের বহর নিয়ে শিক্ষা সফরের যাত্রা করলো বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। বৃহস্পতিবার সকাল সকাল ৭টা থেকে র্যাফল ড্র ও টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে সফরের নানা মুখী কার্যক্রম শুরু হয়। ৩৫ শিক্ষনীয় উপকরণ তুলে দেন র্যাফল ড্র টিকেটে। বিদ্যালয়ের এই বার্ষিক শিক্ষা সফরকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন উচ্ছ্বাস দেখা দেয়। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনামুখর পরিবেশে গানের তালে তালে নেচে গেয়ে মুখরিত করে তুললো এ শিক্ষা সফর।