পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:- আগামী ২৮ ফেব্রুয়ারী দুপুর দুইটার সময় চট্টগ্রামে লালদিঘি ময়দানে ইনসানিয়াত বিপ্লব এর উদ্যােগ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জেলা,উপজেলা, পৌরসভা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক পেশাজীবি সুশীল সমাজের লোকজনকে উপস্থিত থাকার জন্য মহাসমাবেশ প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ইনসানিয়াত বিপ্লব সংগঠন সুএে জানায় যায়, স্বৈরদস্যুতন্ত্র থেকে দেশ বাঁচলে আপনি বাঁচবেন,জীবন স্রষ্টার পান মানবতার রাষ্ট্র প্রাণাধিক প্রিয়নবীর দান, দেশ বাঁচলে আপনার ধর্ম বাঁচবে, জঙ্গিবাদের জবরদখল দেশ ও ধর্মের মৃত্যু,একক ধর্ম ও একক গোষ্ঠীর রাষ্ট্র - ধর্ম, রাষ্ট্র ও জীবনের স্বাধীনতার ফাঁসি মানবতার রাজনীতিই সব মানুষের অধিকারের রাজনীতি, মানবতার রাষ্ট্রই সব মানুষের মালিকানার রাষ্ট্র। একক গোষ্ঠীবাদি গৈরিরাজনীতি থেকে জীবন-ধর্ম-দেশ-গণতন্ত্র-মানবাধিকার রক্ষায় লালদিঘী ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি খুনি স্বৈররাজনীতি ও মানবতা বিধ্বংসী বিষাক্ত বস্তুবাদি জাতিবাদি স্বৈররাজনীতি বিণাশী জবরদখলে রুদ্ধ ও ধ্বংসের গহবরে পড়ে গেছে।এই দুই খুনি জালিম স্বৈরাচারী গোষ্ঠীবাদি দস্যুরাজনীতির ধ্বংসাত্মকগ্রাস ও বিণাশ থেকে আমরা সব ধর্ম-মত-পথ-আদর্শের সব মানুষের জীবন ও রাষ্ট্র রক্ষার একমাত্র উপায়-সব মানুষের কল্যাণ ও মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের সমান নিরাপত্তা-মালিকানা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা-রুটি-রুজি ভিত্তিক ও একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসার্নিয়াতের লক্ষে সব মানুষের কল্যাণে সব মানুষের জীবনভিত্তিক রাজনীতি মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ঈমানী কর্তব্য ও মানবিক অস্তিত্ব । অরাজনৈতিক হয়ে কিম্বা বাতিল জালিম অপশক্তির স্বৈররাজনীতির সমর্থন করে ঈমানদার ও মানুষ দাবি মিথ্যা হয়ে যায়।তাই গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিনাশী গ্রাস থেকে আমরা সব মানুষ নিজেদের অস্তিত্ব, নিজেদের জীবন, নিজেদের জীবনের স্বাধীনতা, নিজেদের ধর্ম, নিজেদের রাষ্ট্র বাঁচাতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যেমানবতার রাজনীতি ভিত্তিক আমরা সব মানবিক মানুষের একমাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে কেবল দুই টি পথ- হয় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের রক্ষা আর না হয় জীবনের শত্রু ঐ দুই গোষ্ঠীবাদি রাজনীতির জবরদখলে ধ্বংস হয়ে যাওয়া। আসুন আমরা সব মানবিক মানুষের অস্তিত্ব রক্ষার ঠিকানা ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে আপেল মার্কায় ভোট দিয়ে আমরা নিজেদের জীবন-দেশ-ধর্ম ও মানবতা রক্ষা করি। উক্ত মহাসমাবেশ প্রধান অতিথি:অলীয়ে রাব্বানী, মুর্শিদে হাকানী, শায়খুল হাদিস,আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ,প্রধান বক্তা:আল্লামা ইমাম হায়াত উক্ত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ২২ ফেব্রুয়ারী পটিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পথসভা করেন পটিয়া উপজেলা ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলার সভাপতি নজরুল ইসলাম। সকাল ৯টা পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নের কমলমুন্সীর হাট থেকে শুরু করে শাহচান্দ আউলিয়া মাজার গেইট, বাসস্টেশন, সবুর রোড, পোস্ট অফিস মোড়, উপজেলা গেইট, কাগজীপাড়া, আমজুর হাট শান্তির হাট, ভেল্লা পাড়া ক্রসিং, কর্ণফুলী কলেজ বাজার, মইজ্যার টেক, কালার পোল, বাদামতল, মুন্সীর হাট, পাচুরিয়া মনসার টেক, মনসার চৌমুহনীসহ নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ইলিয়াস শাহ, শেখ নাঈম উদ্দিন, রেজাউল কায়ছার, কামরুল আলম নকীব, এম রহিম, ক্যাপ্টেন মহসিন, কামাল হোসেন, হাফেজ ফরিদুল আলম, কুতুব উদ্দিন, আবুল কালাম, নাফিজ নিজাম, আবদুল হাকিম, নজরুল ইসলাম, ডা. সাদ্দাম হোসেন, মীর সুজন, তৌকির ইসলাম, হাফেজ আবদুল মান্না প্রমুখ।