তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ২৪শে ফেব্রুয়ারি সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উক্ত সবাই উপস্থিত ছিলেন অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ক্যাপ্টেন আদীব মাহমুদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবির, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ.কে.এম সিরাজুল হক, ইউপি চেয়ারম্যান ও ইউপিতে দায়িত্বে থাকা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে উল্লেখ করে বলেন, আপাতত ফুলপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে দেশ ও জনগণের কল্যাণে কোন প্রকার যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে সকলকেই নজর রাখতে হবে।