পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া কোলাগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চাপড়া এলাকায় জায়গায় জমি সংক্রান্ত বিরোধ এর জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবেল চৌধুরী নামে একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় রুবেল চৌধুরীর বাড়ি উওর পাশে রাস্তায়। এ ঘটনায় মৃত মিলন চৌধুরী ছেলে রুবেল চৌধুরী বাদী হয়ে একই এলাকার জুয়েল চৌধুরী (৩৫), রুবেল চৌধুরী (৩৮), আশীষ তালুকদার (৩৮), পিতা- নিরোধ তালুকদার, রনি চৌধুরীর বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারী পটিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং ১৪৩/২৫ ইং দায়ে করে। আদালত মামলাটি শুনানি শেষে পটিয়া থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করে। মামলার এজাহার সুএে জানায় যায় দীর্ঘদিন যাবত মৃত মিলন চৌধুরীর ছেলে রুবেল চৌধুরীর সাথে একই এলাকার সুনীল চৌধুরীর ছেলেদের সাথে বিরোধ চলে আসছিল। গত ১ ফেব্রুয়ারী দুপুরে জুয়েল চৌধুরী তার লোকজন নিয়ে রুবেল চৌধুরী জায়গায় গৃহ নির্মাণ করতে গেলে এতে রুবেল চৌধুরী বাঁধা দিলে বিবাদীগণ রুবেল চৌধুরীকে দেশীয় অস্ত্র শস্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে রক্তাক্তা জখম করে আহতকে স্থানীয় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা প্রদান কে। রুবেল চৌধুরীর পায়ে গুরুত্বর কাটা জখম হয়। এছাড়াও তার পকেট থেকে টাকা ২৩০০ টাকা জোর করে নিয়ে যায় হামলাকারীরা বাদী মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করেন। হামলার ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন রুবেল চৌধুরী ও তার পরিবার।