ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ--জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিরা বলেন, পিলখানা ট্রাজেডির মতো ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে আর যেন না হয়। এ ঘটনায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা শহীদ হন, যা দেশের জন্য এক অপুরনীয় ক্ষতি। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি স্থাপন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার পথে যে কোন ধরণের প্রতিবন্ধকতা বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। আগামীর দেশ হবে শান্তির বাংলাদেশ-এটাই আমাদের প্রত্যাশা। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল-সহ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা শেষে পিলখানা ট্রাজেডিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।