পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে হযরত আফিউদ্দিন শাহ্ আল আমেরীর বার্ষিক ওরশ শরীফ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে ওরশ উপলক্ষে মাজার সংস্কার ও ওরশ পরিচালনা কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে ২৮ ফেব্রুয়ারী সকাল ৯টা হতে খতমে কোরআন, বাদে এশা হতে মিলাদ মাহফিল, রাত ১০টায় ছেমা মাহফিল, রাত ১২টায় আখেরী মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হবে। এছাড়াও সারা রাত ব্যাপী কাওয়ালী গান অনুষ্ঠিত হবে। এতে মাজারের ভক্ত বৃন্দকে উক্ত বার্ষিক ওরশ সফল করার আহবান জানিয়েছেন, মাজার সংস্কার ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।