মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ দুইজন আটক হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানা ৫ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের অন্তর্গত মোঃ আশিকুল আলম এর দোকানে অবৈধ অস্ত্র সন্ধান পায় তারা।এরই সূত্র ধরে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ২ টার সময় মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১টি ওয়ান শ্যুটার গান , এক রাউন্ড কার্তুজ, ০২ টি মোবাইল, ০১টি মোটরসাইকেল সহ মোঃ আল আমিন(৩১) ও মোঃ সাজিদ(২৫) নামের দুইজনকে আটক করা হয়। আটক মোঃ আল আমিন (৩১) মাগুরা সদর উপজেলার পাল্লা গ্রামের বক্কর এর পুত্র। মোঃ সাজিদ সদর উপজেলা পারনান্দুয়ালী গ্রামের অহিদুরের পুত্র। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে ও তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।