নিজস্ব সংবাদদাতা: জাল দলিল সৃষ্টি করে একজনের জমি অন্য জনের নামে দেয়ার অভিযোগে প্রতারণা, আত্মসাৎ ও জালিয়াতি মামলায় মোঃ তৌহিদুল ইসলাম নামে এক দলিল লেখককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় পটিয়া সাব রেজিষ্ট্রি অফিসের পাশে তৌহিদের নিজ অফিস থেকে পটিয়া থানার এএসআই মোঃ জুয়েল দলিল লেখককে গ্রেপ্তার করে। অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার সূচক্রদন্ডী এলাকার অজয় মিত্রের পৈত্রিক দখলীয় ৫ শতক ভূমি মামলার বাদী অজয় মিত্রের ভাই সঞ্চয় মিত্রের নামে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নী দলিল নং- ১৩১১ নং একটি ভূয়া দলিল সৃষ্টি করেন। উক্ত দলিলের গ্রহীতা দেখান পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম গোবিন্দারখীল এলাকার আমিনুর রহমানের পুত্র মোহাম্মদ সেলিম, ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা এলাকার অনঙ্গ বিশ্বাসের পুত্র নিখিল বিশ্বাস, গোবিন্দারখীল এলাকার নূর নবী গাজীর পুত্র মোঃ নুরুল আমিন, ভাটিখাইন এলাকার নুরুল ইসলাম এর পুত্র আলিমুদ্দীন, পশ্চিম গোবিন্দরখীল মৃত আবদু ছোবান এর পুএ মো: নুরুল আলম, এই ভূয়া জাল দলিল সৃষ্টির পর দলিল গ্রহীতারা উক্ত ভূমি দখল করতে গেলে জাল দলিল সৃষ্টির বিষয়টি প্রকাশ পায়। এঘটনায় ২০২৩ সালে অজয় মিত্র বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি,আর ৩০২নং একটি জালিয়াতি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি চট্টগ্রাম এর নিকট ন্যস্ত করেন। এতে সিআইডি’র উপ-পরিদর্শক জাহাঙ্গীর খান ও মোহাম্মদ আবদুল করিম দুই দফায় মামলার তদন্ত করেন। তদন্ত শেষে ফরেনসিক ল্যাব সহ বিভিন্ন দলিল বিশেষজ্ঞ কেন্দ্রে দলিল দাতার আঙ্গুলের চাপ পরীক্ষা নিরীক্ষার পর সঠিক না পাওয়ায় সিআইডি উক্ত দলিল লেখক তৌহিদুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করলে পরোয়ানা মূলে পুলিশ উক্ত দলিল লেখককে গ্রেপ্তার করেন। এব্যাপারে পটিয়া থানার এএসআই মোহাম্মদ জুয়েল জানান গ্রেপ্তারী পরোয়ানা মূলে দলিল লেখককে তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে।