মাটি মামুন রংপুর: শহীদ ফটো সাংবাদিক তাহির জামান প্রিয়'র হত্যার বিচার ও তার পিতা আবু হেনা মোস্তফা জামান পপির 'বাবার' স্বীকৃতির দাবিতে রংপুরে সাংবাদিক সম্মেলন করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ প্রীয় র বাবা আবু হেনা মোস্তফা জামান পপি। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মোঃ আবু হেনা মোস্তফা জামান পপি রংপুর মহানগরীর ২৪নং ওয়ার্ডের ডুয়ার্স লেন কামাল কাছনা রংপুরের বাসিন্দা আমার ছেলে ফটো সাংবাদিক শাহীদ তাহির জামান প্রিয় জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ১৯ জুলাই ২০২৪ ইঃ তারিখে ঢাকায় আন্দোলনরত অবস্হায় পুলিশের গুলিতে নিহত হয়।পরবর্তীতে আমার প্রাক্তন স্ত্রী সামসি আরা জামান আমার ছেলের নাম ব্যবহার করে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর হতে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। যা আইন বহির্ভূত। এ সময় তিনি বলেন, আমার সাবেক স্ত্রী সামসি আরা জামান বিগত ২০ বছর আগে আমাকে ছেরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি আমার ছেলে প্রিয়কে ছোট হতে মানুষ করছি। কিন্তু আমার ছেলে শহীদ হওয়ার পর কিভাবে আমার সাবেক স্ত্রী আমার শহীদ ছেলের স্বত্বাধীকারী হয়। তাই আমার সরকারসহ সংশ্লিষ্ট প্রসাশনের কাছে দাবি, আমি আমার ছেলের স্বীকৃতি চাই, এবং সরকারী বেসরকারীসকল দপ্তরে আমার ছেলের পাশে বাবা হিসেবে আমার নাম চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিয়র চাচা আবুল কালাম সামসুদ্দিন রনি, চাচাতো ভাই রাফিফ, এলাকাবাসী আশফাক টিটু, শাহ আলম, সেলিম, মিল্টন প্রমূখ।