প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃশাহ্ আলম তিনি বলেন, রমজান মাস হচ্ছে সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস।এই মাসে বান্দারা সিয়াম পালনের মধ্যদিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পান।তিনি একবার্তায় দেশবাসী সবাইকে পবিত্র মাহে রমজানের এ শুভেচ্ছা জানান।রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। রমজানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ হোক সবার জীবন ।তিনি আরো বলেন,এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষাসমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমরা কামনা করি।