তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে মাদক সেবন করে মাতলামি করায় এক যুবককে গ্রেফতার করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনকারী যুবক আল-আমিন পৌরসভার গোদারিয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। ফুলপুর পৌরসভার তালতলা এলাকায় ৫ মার্চ বুধবার বিকালে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আল- আমিন নামের এক যুবককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন ফুলপুর কে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। এ সময় সাথে ছিলেন থানার পুলিশ প্রশাসন।