ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ--খুলনার দিঘলিয়া উপজেলার ফরমায়েশ খানা কাঠাল তলা এলাকায় আজ ৬ ই মার্চ বৃহঃপতিবার আনুমানিক বেলা ২টার দিকে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক ও ইজিবাইকে থাকা ১ নারী সহ ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহতদের ঘটনার সাথে সাথে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় আহতরা হলেন, হাসানুর (২২), মহিউদ্দিন( ৪২), আমজাদ (১৭) ফারহানা ( ৪২) এবং হান্নান (৫৩) ।দুর্ঘটনার বিষয়টি দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন নিশ্চিত করেছেন।