ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে রুনা আক্তারের সিজারের মাধ্যমে যমজ তিন সন্তান জন্ম দিয়েছেন এরমধ্যে একটি মেয়ে ও দুইটি ছেলে। বৃহস্পতিবার (৬ই মার্চ) সন্ধ্যায় যশোর একতা জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে তিন টি যমজ সন্তানের জন্ম হয়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী (৩০ ) একি গ্রামে রুনা আক্তার (২৫) এর সাথে, পরে সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী ও রুনা আক্তারের দম্পতির জীবন ভালোই চলে আসছিলো কিন্তু তাদের কোন সন্তান না হওয়াই বিভিন্ন হাকিম কবিরাজ দেখানোর পর দীর্ঘ পাঁচ বছর পর সন্তানের আশায় গর্ভধারণ করেন রুনা আক্তার আলট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক তাদের জানিয়েছিলেন মার্চের ৬ তারিখের দিকে যমজ এক মেয়ে ও দুই ছেলে সন্তান জন্মের কথা। সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী বলেন, ‘আল্লাহর কাছে সন্তান চেয়েছিলাম । তবে আল্লাহ একসঙ্গে তিন সন্তান দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। সন্তানদের ইসলামের পথে শিক্ষিত করতে চাই।