মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জামিন লাভ করেছেন। গত ৫ মার্চ ও ৬ মার্চ কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে জামিন দেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে সাঈদী মুক্তি লাভ করেন। জানা যায়, তাকে গত বছরের ১৯ ডিসেম্বর ফেনী থেকে গ্রেফতার করে র্যাব। সাঈদীকে যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার মধ্যে কাকারা ইউনিয়নের লোটনী এলাকার মিজান হত্যা মামলা। ওই মামলায় ফজলুল করিম সাঈদী এজাহারনামীয় ১৪ নম্বর আসামি ছিলেন। অপর দুটির মধ্যে একটি হত্যা চেষ্টা ও লুটপাট, অন্যটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ফজলুল করিম সাঈদীর আইনজীবী এডভোকেট ফয়জুল কবির বলেন, ফজলুল করিম সাঈদীর বিরুদ্ধে হত্যা ও টমটম গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। ইতোমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন সাঈদী। বৃহস্পতিবার কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়ে মুক্তি লাভ করেন তিনি। ফজলুল করিম সাঈদী গত ২০১৯ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং তিনি দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন।