জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ"অধিকার "সমতা"ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ৮মার্চ)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্টানে উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের কর্মকর্তা মো.ওবায়দুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশন (এসআই) আবু হেনা মোহাম্মাদ রেজা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো.সাখায়াত হোসেন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, উপস্থিত ছিলেন।