খুলনা ব্যুরো চীফ-- দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে আজ ১২ মার্চ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে এ সময় দুইটি ফার্মেসির বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে থাকায় ৬৫ (হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বেলা ১২ টার সময় উক্ত অভিযানে নিউ সততা ফার্মেসিকে ৪৫ হাজার ও তানভীর ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। বাজার সূত্রে জানা যায়, অভিযুক্তদের দ্রুত ট্রেড লাইসেন্স করার জন্য এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি না করার জন্য ভ্রাম্যমান আদালত নির্দেশনা প্রদান করেছেন।