খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্মাণাধীন দশ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে মোহান্মদ কালু (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত। জানা যায়, বুধবার (১২ মার্চ) বেলা আনুমানিক ১১ টা ২৫ মিনিটের সময় কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় নির্মাণ শ্রমিক কালু কাজ করার সময় হঠাৎ নীচে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহত মোহাম্মদ কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত আব্দুস সামাদ। কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত বলেন, আজ বেলা সোয়া ১১ টার পর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণ শ্রমিক পড়ে মারা গেছে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খান জাহানআলী থানার ডিউটি অফিসার এসআই গোবিন্দ বলেন একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।