মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছেন। লামা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ লা মার্চ) উপজেলা নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তাঁরা। নির্বাচন অফিসের সূত্রে জানাযায়, বুধবার থেকে ইসি সচিবালয় ও সারা দেশের অফিসের বাইরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলে। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে। মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা এক-দুই-তিন-চার এনআইডির পিছু ছাড় ভোট চুরির ধান্দা বন্ধ কর, এনআইডির পিছু ছাড় ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না।এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন। একই ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ডও রয়েছে তাঁদের হাতে। লামা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, কয়েকদিনের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে আগামী বুধবার তিন ঘণ্টা অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির সময় কর্মবিরতি থাকবে। সেই হিসাবে এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।