বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেলে ঢাকার বিসমিল্লাহ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের উপদেষ্টা কে এম আবুল হোসেন। বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, বিটিএসএফ-এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের উপদেষ্টা মোঃ কুতুবউদ্দিন।বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, মানবাধিকার প্রেসক্লাবের উপদেষ্টা মাহবুব হাসান স্বাধীন, ঢাকা প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক ও দৈনিক নিউজের সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ, দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী, সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সহ-সভাপতি হুমায়ুন কবির মৃধা। উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।